টিপ্পনী

খবর:(ব্লগার বিজয়কে খুপিয়ে খুন)

 

সারাদেশে হচ্ছে টা কী জানি

জান নিয়ে তো বেজায় টানাটানি

খুনে খুনে রোড-ঘাট যায় ভিজে

জীবন নিয়ে করি এখন কী যে!

 

জ্যান্ত মানুষ হচ্ছে শুধু লাশ

দৃশ্য এমন দেখছি বারো মাস

চলতে গিয়ে পাচ্ছি ভীষণ ভয়

ঘাপটি মেরে কে যে কোথায় রয়!

 

মানুষ হয়ে মানুষ কেন মারে

কম্ম এমন কিভাবে তা পারে

এসব জবাব নেইতো কারো কাছে

আজব ব্যাপার জীবন আজও আছে!

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment