কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবন ও বিক্রির অভিযোগে ৬ জনকে কারাদণ্ড

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে একজনকে ১ বছর ও ৫ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা এ রায় প্রদান করেন।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গতকাল বুধবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ টিম অভিযান চালিয়ে কালীগঞ্জে কাশিপুর বেদেপাড়ায় মাদকসহ সামসুল হকের ছেলে সেলিমকে (৩৪) আটক করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রি অভিযোগে সেলিমকে ১ বছর কারাদণ্ড ও মাদকসেবনের অভিযোগে বেদেপাড়া সিদ্দিক ছেলে ইলিয়াস আলী (২৪), কাশিপুর গ্রামের তুতা মিয়া ছেলে আ. রাজ্জাক (৫০), একই গ্রামের গোলাম ছেলে হাফিজুর রহমান (৪০), আ. খালেক ছেলে ইসমাইল হোসেন (৩০) ও আ. তাহেরের ছেলে সাইফুল ইসলামকে (৩০) ৬ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যামাণ আদালতের বিচারক মানোয়ার হোসেন মোল্লা।

Leave a comment