পশ্চিমবঙ্গে ট্রেনে বিস্ফোরণে আহত ১৪

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় একটি ট্রেনে দুই যাত্রীর মধ্যে বিতণ্ডার এক পর্যায়ে তাদের একজনের সঙ্গে থাকা বোমা বিস্ফোরিত হলে ১৪ জন আহত হয়। এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে শিলাইদহ থেকে কৃষ্ণনগরগামী একটি লোকাল ট্রেন তিতাগড় পার হওয়ার কিছু পরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ট্রেনটি তখন কলকাতা থেকে একঘণ্টারও কম দূরত্বে ছিল। বোমাটি কম ক্ষমতার হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ বোমা বহনকারীসহ আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করেছে। আরও সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, আহত বোমা বহনকারীর নাম রাজা ওরফে রাজু দাশ। সে তিতাগড় থানার তালিকাভুক্ত অপরাধী। পশ্চিমবঙ্গের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নিরাজ সিং জানান, তিতাগড় স্টেশন থেকে একদল সন্দেহভাজন লোক ট্রেনে ওঠে। তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বোমটি বিস্ফোরিত হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।