দামুড়হুদায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন সম্পর্কে জনগণকে অবহিতকরণসভায় এমপি টগর

সরকারের বাস্তবমুখি পদক্ষেপই এদেশ উন্নত দেশে পরিত হচ্ছে

 

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় ৱ্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (গাম্ভীরা) অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এমপি আলী আজগার টগরের নেতৃত্বে এক বর্ণাঢ্য ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। ৱ্যালি শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুর কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ভূট্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নূপুর, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, প্রাথমিক শিক্ষা অফিসার নূর জাহান, দামুড়হুদা সদর ইউনিয়ন আ. লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, নতিপোতা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক জাফর আলী। উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা রুস্তম আলী, আলী মুনসুর বাবু, আব্দুল করিম, আবুল কাশেম, মোশারফ হোসেন, ইমতিয়াজ হোসেন, শাহজাহান আলী, উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, আ. হান্নান ছোট, সেলিম উদ্দিন বগা, হযরত আলী, মহসীন আলী, শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসেন, ইনু, ফয়সাল, মামুন শাহ, শামসুল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, আশরাফুল ইসলাম প্রমূখ। জেলা তথ্য অফিসের আয়োজনে ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, বর্তমান সরকারের বাস্তবমুখি পদক্ষেপের কারণেই বাংলাদেশ আজ একটি উন্নত দেশে পরিণত হতে চলেছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ বেশ কিছুর সূচকে এদেশ সারা বিশ্বের দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে টেলিভিশন বক্তৃতায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করবেন। তার সুফল আজ আপনারা ভোগ করছেন। তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে ভিশন-২০২১ ঘোষণা করেছিলেন। বাংলাদেশ বর্তমানে সেই মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পূর্বে ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য টার্গেট-২০৪১ ঘোষণা করেছিলেন। অচিরেই এদেশ একটি উন্নত দেশে পরিণত হবে ইনশাল্লাহ। আলোচনা শেষে গণযোগাযোগ মন্ত্রণালয়ের ৯ সদস্যের একটি দল বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে গাম্ভীরা পরিবেশন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা তথ্য অফিসের অফিস সহকারী রইচ উদ্দিন, ঘোষক ফারুক হোসেন, অপারেটর আক্তারুল ইসলাম, সাইদুল ইসলাম ও অফিস সহায়ক আলমগীর হোসেন শিকদার।