ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার হুদাপাড়ায় বৃদ্ধ লিয়াকত আলী কিশোরী নাতনিকে ফুঁসলিয়ে দেহ ভোগ করেছেন। এতে নাতনি চম্পা ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হয়ে পড়লে গোপনে ঘটানো হয়েছে গর্ভপাত। দাদা কর্তৃক আপন নাতনীকে দেহ ভোগের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়ার লিয়াকত আলীর ছোট ছেলে জমির আলী। জমির আলীর স্কুলপড়ুয়া মেয়েকে (১৪) দাদা লিয়াকত আলী ফুঁসলিয়ে দেহভোগ করেন। এক পর্যায়ে নাতনি ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে এলাকায় ব্যাপক আলোচনা চলতে থাকে। ঘটনাটি জানাজানি হয়ে গেলে কিশোরীকে কৌশলে চুয়াডাঙ্গার একটি ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটানো হয় অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই দাদা লিয়াকত আলী গাঢাকা দিয়েছেন। আর নাতনিকেও বাড়ি থেকে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে বলে গ্রামসূত্রে জানা গেছে।