টেস্ট বাংলাদেশের পয়েন্ট বাড়লো

স্টাফ রিপোর্টার: সবশেষ প্রকাশিত টেস্ট ৱ্যাঙ্কিঙে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। নবম স্থানে থাকা মুশফিকুর রহিমের দলের পয়েন্ট ৬ বেড়ে হয়েছে ৩৯। টেস্ট ৱ্যাঙ্কিং বাৎসরিক হালনাগাদ হওয়ার কারণে সোমবার প্রকাশিত আইসিসির এ ৱ্যাঙ্কিঙে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। এতে সবচেয়ে বড় প্রভাব পড়েছে পাকিস্তান আর ভারতের অবস্থানে। ৩ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। আর ৩ ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে পাকিস্তান। অবনমন হয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কারও; এক ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে তারা। পিছিয়েছে ইংল্যান্ডও; এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে তারা। উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। দু ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে গেছে কিউইরা। আর অষ্টম স্থান ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পরে সবশেষে থাকা জিম্বাবুয়ে ১৩ পয়েন্ট হারিয়েছে, তাদের পয়েন্ট ৫। শীর্ষ দুই স্থানে কোনো পরিবর্তন হয়নি। তবে রেটিং পয়েন্ট কম-বেশি হওয়ায় অস্ট্রেলিয়ার সাথে ব্যবধান বেড়েছে দক্ষিণ আফ্রিকার। শীর্ষে থাকা প্রোটিয়াদের পয়েন্ট ৬ বেড়ে হয়েছে ১৩০। আর ১০ পয়েন্ট হারানো অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০৮।