জীবননগরে গঙ্গদাসপুরে স্কুল ভাঙচুর করে প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ?

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর সারকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙচুর করা হয়েছে। একই সময়ে প্রধান শিক্ষক খায়রুল ইসলামকে (৪৫) বেধড়ক মারপিট করে আহত করা হয়েছে। ক্লাসে প্রথম শ্রেণির ছাত্রী মৌসুমি (৭) দুষ্টুমি করলে একজন সহকারী শিক্ষক তাকে বকাঝকাসহ থাপ্পড় দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মৌসুমির পিতা জাহিদুল ইসলামসহ চাচারা গতকাল মঙ্গলবার এ হামলা চালায় বলে অভিযোগ। এদিকে প্রধান শিক্ষককে মারপিট ও অফিসকক্ষ ভাঙচুরের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গতকাল স্কুল চলাকালীন সময়ে গঙ্গাদাসপুর গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী মৌসুমি দুষ্টুমি করছিলো। এ সময় স্কুলের সহকারী শিক্ষক আলী আহাম্মদ মৌসুমি ডেকে বকাঝকা করেন। এরপরও মৌসুমি দুষ্টুমি করতে থাকলে ওই শিক্ষক তার থাপ্পড় দেয়। মৌসুমি এ সময় কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে যায়। বিকেলে মৌসুমির পিতা তার অপর দু ভাই ওমেদুল ইসলাম ও আশাদুল ইসলামকে সাথে নিয়ে স্কুলটিতে হামলা করে। এ সময় তারা প্রধান শিক্ষক খায়রুল ইসলামের কক্ষ ভাঙচুরসহ তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনায় গ্রামটিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে এ অভিযোগ অস্বীকার করেছে জাহিদুল ও তার পরিবার। তারা অভিযোগ করে বলেছেন, ছোট শিশুটির মুখে এমনভাবে আঘাত করা হয়েছে এতে তার চোখে রক্ত জমে গেছে। বিষয়টি জানার জন্য প্রধান শিক্ষকের রুমে যাওয়া হয়। বিষয়টি জিজ্ঞাসাবাদ নিয়ে শিক্ষকদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ভাঙচুর এবং প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

Leave a comment