ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে প্রেমিকা কলেজছাত্রী সোনিয়ার বিয়ের খবর শুনে প্রেমিক কলেজছাত্র ইকরামুল প্রেমিকা সোনিয়ার বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি বাজারপাড়ার মওলা বক্সের ছেলে কার্পাসডাঙ্গা কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্র ইকরামুল হকের সাথে প্রেমসম্পর্ক গড়ে ওঠে একই ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের শওকত আলীর মেয়ে দর্শনা সরকারি কলেজের প্রথমবর্ষের ছাত্রী সোনিয়া খাতুনের সাথে। এরই মধ্যে সোনিয়ার পরিবার বিয়ের কথাবার্তা শুরু করে। বিয়ের খবর শুনে প্রেমিক ইকরামুল গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে বিষের বোতল নিয়ে চণ্ডিপুর প্রেমিকার বাড়িতে যায়। সেখানে বিষপান করে প্রেমিক ইকরামুল। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।