আলমডাঙ্গার খুদিয়াখালী আবাসনে আপত্তিকর অবস্থায় মঈন আটক

আলমডাঙ্গা ব্যুরো: পুলিশের ওপর হামলা মামলার আসামি আলমডাঙ্গা হৈদারপুর গ্রামের মঈন উদ্দিনকে উত্তমমধ্যম দিয়েছে খুদিয়াখালী আবাসনের লোকজন। আবাসনের এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে এলাকার লোকজন তাকে মারপিট করে। মইন উদ্দিন কয়েকদিন আগে হাজতমুক্ত হয়ে বাড়ি ফেরেন।

আলমডাঙ্গা থানাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রিয়াজ উদ্দিনের ছেরে মঈন উদ্দিন পুলিশের ওপর হামলা করতে গেলে গত ২০ মার্চ গ্রেফতার হন। তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। ওই মামলায় দিন কয়েক আগে তিনি হাজতমুক্ত হন। খুদিয়াখালী আবাসনের অধিবাসীরা জানান, মঈন উদ্দিন গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে আবাসনের অস্থায়ী বাসিন্দা আজিজ ফকিরের মেয়ে আরজিনার ঘরে ঢুকে অনৈতিক কাজে লিপ্ত হন। এ সময় আবাসনের বাসিন্দাসহ এলাকাবাসী দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। দুজনকে উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেয়া হয়।

 

Leave a comment