মেহেরপুরে বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের সংর্বধনা প্রদান

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ২০১৪ সালের জেএসসি ও পিএসসিতে বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা খানমের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোজাম্মেল হক, আবুল কালাম আজাদ, ফজলুল হক, সেকেন্দার আলী, আব্দুর রাজ্জাক, নাসির উদ্দিন, শিক্ষার্থী আহাম্মদ হুসাইন প্রমুখ। পরে ২০১৪ সালের জেএসসি ও পিএসসিতে বৃত্তিপ্রাপ্ত মোট ২০ জন ছাত্রের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

Leave a comment