মেহেরপুর অফিস: মেহেরপুরের ভ্রাম্যমাণ আদালতে দু মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলো- মেহেরপুর শহরের শিশুবাগানপাড়ার আব্দুস সাত্তার ও সদর উপজেলার গোভীপুর গ্রামের রবিন কর্মকার।
জানা যায়, মেহেরপুরের এক ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবনের দায়ে আব্দুস সাত্তার (২৮) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান ওই রায় দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর শহরের শিশুবাগানপাড়ার কাইজার আলীর ছেলে আব্দুস সাত্তার মাদকসেবনের দায়ে মেহেরপুর সদর থানা পুলিশের হাতে আটক হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে মাদকসেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ওই রায় দেন।
একই দিন দুপুরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বেচা-কেনার অভিযোগে সদর উপজেলার গোভীপুর গ্রামের বিশ্বনাথ কর্মকারের ছেলে রবিন কর্মকারকে (৩৫) ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ওই রায় দেন। এর আগে রোববার রাতে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মাথাভাঙ্গা মোড়ে মাদক কেনা-বেচা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এস.আই জালালের নেতৃতে পুলিশ রবিন কর্মকারকে আটক করতে সক্ষম হয়। গতকাল সোমবার দুপুরে রবিন কর্মকারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।