ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি

 

মাথাভাঙ্গা মনিটর: বিপুল সংখ্যক অভিবাসীবাহী আবারও ভূমধ্যসাগরে ডুবে গেছে নৌযান। এতে কতজন মারা গেছেন বা আহত হয়েছেন তা জানা যায়নি। ওই নৌযানটি সিসিলির দক্ষিণ উপকূলের কাছাকাছি ডুবে যায়। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কাতানিয়া শহরে। নৌ ডুবির খবর শুনে ঘটনাস্থলের দিকে গেছে উদ্ধারকারী জাহাজ। এ ভচর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ১৭৫০ জনের প্রাণহানী হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২০ গুন বেশি। কাতানিয়া থেকে সেভ দ্য চিলড্রেনের গিওভান্না ডি বেনেডেট্টো বলেছেন, নৌডুবির ওই ঘটনা ঘটে থাকতে পারে রোববার। তবে এখনও নিহতের সংখ্যা জানা যায় নি।

তিনি বলেছেন, জীবিত উদ্ধার করা ব্যক্তিরা বলেছেন, ওই নৌযানে প্রায় ১৩৭ জন আরোহী ছিলেন। কেউ কেউ বলছেন, এ ঘটনায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন ৪০ জনের মতো মারা যেতে পারেন। গত এক সপ্তাহে ভূমধ্যসাগর থেকে অবৈধ উপায়ে উন্নত বিশ্বের দেশগুলোতে পাড়ি দেয়ার চেষ্টাকালে ৫৮০০ এরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়ার উপকূল থেকে উদ্ধার করা হয়েছে ১০টি মৃতদেহ।