বাজেট অধিবেশন ১ জুন থেকে

স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদের ৬ষ্ঠ ও বাজেট অধিবেশন বসছে আগামী ১ জুন থেকে। গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১ জুন সোমবার বিকেল সাড়ে ৫টায় অধিবেশন বসবে। এ অধিবেশনেই আগামী ৪ জুন ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নিয়ম অনুযায়ী, অধিবেশনের আগে স্পিকারের সভাপতিত্বে বৈঠকে বসবে কার্যউপদেষ্টা কমিটি। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ ও কার্যাবলি নির্ধারণ করা হবে। এর আগে গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়ে গত ২ এপ্রিল শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন সংসদে ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ৩৭ কার্য দিবসে প্রায় ৬০ ঘণ্টা ৩০ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বিরোধীদল মিলিয়ে মোট ২৩৬ জন সংসদ সদস্য আলোচনায় অংশগ্রহণ করেন। পঞ্চম অধিবেশনে সরকারি বিল জমা পড়েছে ১১টি। এর মধ্যে আটটি সরকারি বিল পাস হয়।

Leave a comment