ফলোআপ: ইবিতে ছাত্রীর ওপর হামলা ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি : তদন্ত কমিটি গঠন

 

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রের হাতে মারধোরে আহত ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ঘটনার পর থেকে মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করছে ওই ছাত্রী। ওই ছাত্রীকে সিটিস্ক্যান করার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঘটনা তদন্তে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া একই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আহত ছাত্রী (সানিয়া জান্নাত রিমঝিম) বলেন, গত রোববার সকালের ঘটনার পর শরীর কিছুটা স্বাভাবিক হয়ে এলেও হঠাত করে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। সকাল থেকে ভালোভাবে চলাফেরা করতে পারছি না। এছাড়া বাম চোখে প্রচণ্ড সমস্যা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা নিতে বলেছেন। মাথায় ব্যথা অনুভব হওয়ায় সিটিস্ক্যান করার জন্য পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ওই ছাত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, যে আমাকে আঘাত করেছে ওর যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্রের ব্যাপার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা তিনি প্রতিবেদকের কাছে জানতে চান। বর্তমানে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে অবস্থান করছেন।

তদন্ত কমিটি গঠ: এদিকে ছাত্রের হাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাসিম বানুকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ত.ম লোকমান হাকিম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. নাসিম বানু বলেন, কমিটি গঠন হয়েছে শুনেছি। তবে এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি পায়নি। চিঠি পাওয়া মাত্র তদন্তের কাজ শুরু করা হবে।

থানায় লিখিত অভিযোগ: এদিকে একই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগে অভিযুক্তের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী সফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পরীক্ষা দেয়া নিয়ে দোটানায় ছাত্রী: আহত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী। আজ থেকে ওই ছাত্রীর চতুর্থ সেমিষ্টার পরীক্ষা শুরু হচ্ছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কাল থেকে পরীক্ষা দিতে পারবে কি-না এ নিয়ে দোটানায় আছেন তিনি। এ বিষয়ে ওই ছাত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষায় অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। এছাড়া পরীক্ষা দিতে না পারলে ইয়ার লস যাবে। এ পরীক্ষা সামনে বছর দিতে হবে। এ বিষয়ে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেলিনা নাসরীন বলেন, এ বিষয়ে ওই ছাত্রীর কাছ থেকে এখনও পর্যন্ত আমি কোনো লিখিত আবেদন পায়নি। এরকম কোনো আবেদন পেলে বিভাগীয় শিক্ষকদের সাথে বসে একটি সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, রোববার বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের সামনে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের এক ছাত্রীকে বেধড়ক পেটায় বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র হাসানুর রহমান সাদ্দাম। মারধরের প্রতিবাদে ও বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. ত.ম লোকমান হাকিম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসন ও বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. শেলিনা নাসরীন বরাবর লিখিত অভিযোগ জানান ওই ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান বলেন, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া মাত্র বিশ্ববিদ্যালয়ের কোড অব কন্ডাক্ট ও বিভাগীয় সুপারিশ অনুযায়ী অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ওই ছাত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

Leave a comment