খবর:(চুয়াডাঙ্গার খাসপাড়ায় নবী নিয়ে বাহাছ)
নবীর পথে হাঁটতে গিয়ে
কেন এমন তেজ করো,
অনেক কিছুই পারো শুনি
কিন্তু কচু-লেজ করো।
সারা জীবন তর্ক-তালিম
কিন্তু এটা ভুল করো,
পরের জন্য বসে বসে
আম-কলাগাছ গুল করো।
কেতাব কলম ঘেটে ঘেটে
কী সব ক্ষতির কাজ করো,
নাচতে গিয়ে উঠোন বাঁকা
কেন এমন লাজ করো!
-আহাদ আলী মোল্লা