ঝিনাইদহ শহরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের কেসি কলেজের সামনে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মুসলিমা খাতুন (১৮) নামের এক কলেজছাত্রী মারা গেছে। সে শৈলকুপা উপজেলার নাকোল গ্রামের মশিয়ার রহমানের মেয়ে ও ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ইতিহাস বিভাগের প্রথমবর্ষের ছাত্রী।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, গতকাল সন্ধ্যার দিকে মুসলিমা খাতুন জেলা শহরের পায়রা চত্বর থেকে অটোরিকশাযোগে পাগলাকানাই এলাকায় যাচ্ছিলো। পথিমধ্যে কেসি কলেজের সামনে পৌঁছুলে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মুসলিমা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর গত রাতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Leave a comment