জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় বার কাউন্সিল নির্বাচনে খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বাধীন

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০১৫ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি মিলনায়তনে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য জোটের আহ্বায়ক আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল ওহাব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় খন্দকার মাহবুব হোসেন নেতৃত্বাধীন প্যানেলের সাধারণ আসনের প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অন্য প্রার্থীরা হলেন- আব্দুল জামিল মোহাম্মদ আলী, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, বোরহান উদ্দিন ও মুক্তিযোদ্ধা মহসিন মিয়া।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্মআহ্বায়ক বারের সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- স্থানীয় বারের সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, মনিরুজ্জামান, বারের সেক্রেটারি সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সাবেক সেক্রেটারি শামীম রেজা ডালিম ও আব্দুল কুদ্দুস। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আইনজীবী সমিতির সিনিয়র সদস্য গোলাম রহমান, মনসুর উদ্দিন মোল্লা, মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলী ও আ.স.ম. আব্দুর রউফসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মাহবুবউদ্দিন খোকন বলেন, দুর্নীতিমুক্ত বার কাউন্সিল গঠন করে আমরা স্বচ্ছতা ফিরিয়ে এনেছি। সংবিধান সংশোধন করে অসুস্থ অবস্থায় বেনাভোলেন্ট ফান্ড থেকে অর্থ পাওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। বার কাউন্সিল ভবনের পাশে ১ বিঘা জমি সরকারের কাছে চাওয়া হয়েছে। ওই জমিতে ১৮ তলা ভবন নির্মাণ করা হবে। সরকারের দায়িত্ব বার কাউন্সিলকে সাপোর্ট করা।

Leave a comment