চুয়পাডাঙ্গায় বিদ্যুতের দাবিতে অফিস ঘেরাও

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিদ্যুত অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে পৌরসভার শহরের সুমিরদিয়া কোলনিপাড়া বাসী। গতকাল সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা ওই এলাকার ভুক্তভোগী লোকজন সমিতির অফিস ঘেরাও করে বিক্ষোভ করে। এলাকাবাসী জানায়, দেড় মাস আগে তাদের এলাকার একটি ট্রান্সমিটার নষ্ট হয়ে যায়। এরপর বিদ্যুত অফিস জানানো হলে আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে দেড় মাস পার হয়েছে গেছে। তারপরও ট্রান্সমিটার লাগানো হয়নি। এ সময় বিদ্যুত অফিসের প্রধান ফটকে তাদেরকে আটকে দেন কার্যালয়ের কর্মচারীবৃন্দ। ক্ষুব্ধ নারী-পুরুষরা তাদের এলাকার ট্রান্সমিটার লাগিয় দেয়ার দাবি জানায়। বিদ্যুত অফিসের ইঞ্জিনিয়ার আলামিন আজকের (সোমবার) মধ্যে ট্রান্সমিটার লাগিয়ে দেয়া প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা ফিরে যায়। পরবর্তীতে বিকেল ৫টার দিকে সুমিরদিয়া কলোনিপাড়ায় ট্রান্সমিটারটি লাগিয়ে এলাকায় বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।