কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির দ্বিতীয় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি সৈয়দ বেলাল হোসেন। দ্বিতীয় একাডেমিক ভবনের পরিকল্পনা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও জেলা প্রশাসক পত্নী মিসেস রেহানা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌস, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ আতিকুল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ রোকসানা বেগম, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তারসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।