আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা নতিডাঙ্গার গ্রামের ২য় স্ত্রীর প্রলোভনে ১ম স্ত্রীকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সেলিমকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার নতিডাঙ্গা গ্রামের সিদ্দিকের ছেলে সেলিম (৩০) ১০-১১ বছর আগে উপজেলা আন্দিপুর গ্রামের মনিরুলের মেয়ে নাজমার সাথে বিয়ে হয়। বিয়ে প্রায় ১০ বছর পর গত ৭-৮ মাস আগে ১ম স্ত্রীকে রেখে আবার ২য় বিয়ে করে। বিয়ের ৭ দিনের মাথায় জানাজানি হয়ে গেলে ১ম স্ত্রী নাজমার সাথে ২১ অক্টোবর ২০১৪ রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে নাজমাকে হত্যা ঘরের আড়াই গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। পরে সেলিমের পরিবারের সবাই বলে নাজমা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ২২ অক্টোবর আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু হয় এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালমর্গে পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট এলে দেখা যায় সেলিম নাজমাকে হত্যা করে গলায় রশি দিয়ে জুলিয়ে রাখে। ওই মামলার আসামি এজাহারভুক্ত হিসেবে গত পরশুদিন রাতে আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান তাকে আটক করে নিয়ে আসে।
অপরদিকে উপজেলার গোয়ালবাড়ি গ্রামের শ্রী জিতেন দাসের ছেলে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শ্রী ভরদ চন্দ্রকে (২৫) আটক করে। তাদের দুজনকে গতকালই আদালতে সোপর্দ করেছে বলে জানা গেছে।