মাথাভাঙ্গা মনিটর: সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলের আরাগাও প্রদেশে শনিবার রাতে গুলিবর্ষণে পাঁচ জন নিহত হয়েছে। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। তবে গুলিবর্ষণের কারণ ও কতজন নিহত হয়েছেন সে ব্যাপারে কিছু জানায়নি। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১১ টার দিকে একটি ভবনে গুলিবর্ষণের শব্দ শোনার পর প্রতিবেশীরা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে ভবনের ভিতরে ও বাইরে কয়েকটি লাশ পড়ে থাকতে দেখে। রবিবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি সেবা সংস্থার কর্মীরা গুলিবর্ষণের কারণ জানাতে পারেনি। নিহতদের পরিচয় শণাক্তের চেষ্টা চলছে।