মাথাভাঙ্গা মনিটর: উত্তর কোরিয়া গত শনিবার সাবমেরিন ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। তবে এর আকার, পাল্লা ও কখন তা উৎক্ষেপণ করা হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সময় উ. কোরিয়ার নেতা কিম জং-উন সেখানে উপস্থিত ছিলেন। তিনি পার্শ্ববর্তী একটি জাহাজ থেকে স্বচক্ষে উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। নতুন এই ক্ষেপণাস্ত্রকে ‘বিশ্ব মানের কৌশলগত অস্ত্র হিসেবে উল্লেখ করে এর ভূয়সী প্রশংসা করেছেন কিম। তবে উ. কোরিয়ার এই নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার বিষয়টি নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। এ ক্ষেপণাস্ত্র কিম জং উনের ব্যক্তিগত উদ্যোগে নির্মাণ করা হয়েছে। কিম একে অসামান্য সাফল্য বলে উল্লেখ করেছেন। দেশটি ২০১২ সালে সফলভাবে কক্ষপথে স্যাটেলাইট পাঠিয়েছে। তিনি বলেন, সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অর্থ হলো কোরিয়ার সামরিক বাহিনী উ. কোরিয়ার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় জলসীমা থেকে শত্রু বাহিনীকে বিতাড়িত করতে সক্ষম বিশ্বমানের কৌশলগত অস্ত্রের মালিক হলো