মেহেরপুর অফিস: মেহেরপুরে সরকারিভাবে গম কেনা শুরু হয়েছে। গতকাল বোরবার দুপুরের মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গম কেনা উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা খাদ্যগুদামে গম কেনা অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক কর্মকর্তা কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আয়েশা আক্তার পপি, খাদ্য গুদামের টেকনিক্যাল পরিদর্শক ইসরাত জাহান প্রমুখ। এদিকে একই দিন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন আমঝুপি খাদ্যগুদামে গম কেনার উদ্বোধন করেন। প্রতিকেজি গম ২৮ টাকা দামে সরকার কিনবে। পরে প্রধান অতিথি ক্রেতাদের হাতে গমের বিল বাবদ চেক তুলে দেন।