মুজিবনগরে শিবির নেতা আশিকসহ দুজন আটক

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আশিক ও তার ছোট ভাই রাব্বি হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় তার নিজ গ্রাম দারিয়াপুরে ইসলামী ছাত্রশিবিরের প্রচারপত্র বিলি করার সময় মুজিবনগর থানা পুলিশ তাদেরকে আটক করে। তারা দারিয়াপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, শিবির নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করে একটি বিক্ষোভ করার জন্য দারিয়াপুর গ্রামে জড়ো হয়েছিলো। নাশকতার আশঙ্কায় বিক্ষোভ মিছিল ঠেকাতে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও আশিক ও তার ভাই রাব্বিকে আটক করে পুলিশ। আশিকের নামে পূর্বের কোন মামলা আছে কি-না তা যাচাই করা হচ্ছে। মামলা না থাকলে কার্যবিধির ১৫১ ধারায় তাকে আজ সোমবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

Leave a comment