প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইবিতে এক ছাত্রীকে ছাত্রের মারধর : বিচার দাবি

ইবি প্রতিনিধি: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। রোববার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের বিচারের দাবিতে বিভাগীয় সভাপতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন ছাত্রী।

সহপাঠী, প্রত্যক্ষদর্শী ও আহত ছাত্রীর ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী সানিয়া জান্নাত রিমঝিমকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো ফিন্যান্স বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র সাদ্দাম হোসেন। রোববার সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিসনেসিয়ামের সামনে মেয়েটি দেখতে পেয়ে সাদ্দাম একই প্রস্তাব দেয়। এ সময় দুজনের মাঝে সামান্য কথা কাটাকাটি হয়। কথা বলার এক পর্যায়ে সাদ্দাম মেয়েটির কাছে জানতে চায় সে আর কারও সাথে প্রেম করেছে কি-না। মেয়েটি এ প্রশ্নের উত্তর না দেয়ায় সাদ্দাম তাকে গালে জোরে থাপ্পড় মারে। থাপ্পড়ের আঘাতে মেয়েটি মাটিতে পড়ে যায়। এ সময় সাদ্দাম তার কাছে থাকা গিটার দিয়ে মেয়েটিকে পেটাতে থাকে। আঘাতের এ পর্যায়ে মেয়েটি চিৎকার করলে জিমনেসিয়ামের পাশে ব্যবসায় প্রশাসন অনুষদের কয়েকজন কর্মচারী ও কয়েকজন ছাত্র তাকে ঘটনাস্থল থেকে উদ্ধারে করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক খুরশিদা জাহান মনি বলেন, মেয়েটি বাম চোখ, বাম হাতের কনুই ও কোমরে বেশ ব্যথা পেয়েছে। আঘাতের কারণে তার চোখের চারপাশ লাল আকার ধারণ করেছে। প্রাথমিক চিকিৎসা শেষে মেয়েটিকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এদিকে শারীরিক নির্যাতনের প্রতিবাদ ও এর বিচারের দাবিতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেলিনা নাজরীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ত.ম লোকমান হাকিম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সানিয়া জান্নাত রিমঝিম।

হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া বলেন, বিভাগীয় সভাপতি আজকে উপস্থিত না থাকার কারণে মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামীকাল (আজ) বিভাগীয় সভাপতির উপস্থিতিতে একাডেমিক কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, মেয়েটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের প্ররিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।