তুলাচাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দামুড়হুদার হেমায়েতপুরে তুলাচাষি সমাবেশ

স্টাফ রিপোর্টার: সম্প্রসারিত তুলাচাষ প্রকল্পের আওতায় চলতি মরসুমে তুলাচাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা জোনের হেমায়েতপুর ইউনিটের তুলাচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১০টায় দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিট এলাকার ৩০০ চাষী অংশ নেয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন- তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন। তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপপরিচালক জাফর আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- সম্প্রসারিত তুলাচাষ প্রকল্পের (ফেজ-১) প্রকল্প পরিচালক জিএম ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা খোন্দকার এনামুল কবীর ও কুষ্টিয়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ।

সমাবেশে চাষিদের পক্ষ থেকে উচ্চ ফলনশীল ভালো জাতের বীজ সরবরাহ, তুলার মূল্য বৃদ্ধি, ঋণ সহায়তা প্রদান ও প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানানো হয়। নির্বাহী পরিচালক উন্নতমানের বীজ সরবরাহ, তুলার মূল্যবৃদ্ধি, ঋণ সহায়তা, প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ লাভজনকভাবে তুলা উৎপাদনে যা যা করণীয় সে বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন এবং দেশে তুলা উৎপাদনের সার্বিক চিত্র তুলে ধরেন। সেই সাথে তুলার ফলন বৃদ্ধি ও মানসম্পন্ন তুলা উৎপাদনের ওপর জোর দেন।

Leave a comment