টিপ্পনী

খবর:(হাইকোর্টের আদেশ : আমে কোনো ফরমালিন মেশানো যাবে না)

 

আদেশ নিষেধ কেউ মানে না

সবাই থোড়ায় কেয়ার করে,

একটা শেয়াল হুক্কা হুয়া

অন্যরা সব শেয়ার করেÑ

আইন কানুন সবই আছে

মান্য এমন কে আর করে?

 

সব কিছু যায় লাটে উঠে

কাজ কে এমন ফেয়ার করে?

কতক লোকের ভুল-খেসারত

তাবত মানুষ বেয়ার করেÑ

যার মোটা হয় পকেট-তবিল

কাজ কি সঠিক সে আর করে?

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment