ঝিনাইদহে নির্যাতনের পর গৃহবধূর মৃত্যু

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ঝপঝপিয়া গ্রাম থেকে মৌসুমী আক্তার আশা (২২) নামের এক গৃহবধূর নির্যাতনের পর মৃত্যু হয়েছে। গৃহবধু আশা ঝপঝপিয়া গ্রামের শাখাওয়াত হোসেন আকাশের স্ত্রী এবং শহরের ব্যাপারীপাড়া এলাকার ইকবাল হোসেনের মেয়ে বলে জানা গেছে। রোববার তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। গ্রামে গিয়ে পুলিশ ঘরের মেঝেতে আশার মৃতদেহ পড়ে থাকতে দেখে। সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান আশার গলায় দড়ি পেঁচানো ছিল। লাশ উদ্ধারের সময় বাড়ীর লোকজন কাউকে পাওয়া যায়নি। এবিষয়ে আশার পিতা ইকবাল হোসের সাথে কথা বললে তিনি জানান, ৫ বছর আগে ঝপঝপিয়া গ্রামের শাখাওয়াত হোসেন আকাশের সাথে তার মেয়ে আশার বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান আছে। তিনি অভিযোগ করেন যৌতুকের জন্য প্রায় তার মেয়েকে নির্যাতন করা হতো। এরই রেশ ধরে শনিবার রাতে আশার গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।