ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হিরাডাঙ্গা গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে হিরাডাঙ্গা গ্রামে একটি বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে। ওসি বিপ্লব কুমার নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে এ বিয়ে বন্ধ করে দেন। হামদহ হিরাডাঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে মনিরুল ইসলামের (২০) সাথে ওই স্কুলছাত্রীর বিয়ে দেয়া হচ্ছিলো। এমন সংবাদে পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে দেন।