মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের টেংরামারী আমিরপুর মাঠে রেললাইনে ট্রেনে কেটে ধড়-মস্তক বিচ্ছিন্ন হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা জিআরপি লাশ উদ্ধার করে হাসপাতালমর্গে পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষে আনজুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের টেংরামারী আমিরপুর গ্রামের মাঝামাঝি রেললাইনের ১৪১/১ থেকে ১৪২/১ পিলারের মাঝামাঝি আপলাইনে, গতকাল রোববার রাতে কোনো এক ট্রেনে কেটে ধড়-মস্তক বিচ্ছিন্ন হয় এক যুবকের। সংবাদ পেয়ে উৎসুক জনতার ভিড় জমে। নিহত ব্যক্তির মুখমণ্ডল গোলাকার, বয়েস আনুমানিক ৪০ বছর, মাথায় হালকা চুল, ব্লু রঙের টি-সার্ট, মুখে খোচাখোচা দাড়িসহ লাশের পাশে সিমেন্টের ব্যাগ ও কয়েকটি কাঁথা পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে লোকটি মানসিক প্রতিবন্ধী। এলাকাবাসীর ধারণা নিহত ব্যক্তি রেললাইনের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে ছিলো। বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জিআরপি ইনচার্জ এএসআই সেকেন্দার সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে প্রেরণ করে। বিকেলে চুয়াডাঙ্গা আনজুমান মফিদুলের মাধ্যমে অজ্ঞাতনামা লাশ হিসেবে দাফন কাজ সম্পন্ন করা হয়। এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।