মাথাভাঙ্গা মনিটর: পয়েন্ট হারিয়ে লা লিগার শিরোপা লড়াই থেকে একরকম ছিটকেই পড়লো রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ভালেন্সিয়ার বিপক্ষে প্রথমে দু গোলে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-২ এ ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। ৩৬ ম্যাচ থেকে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচ থেকে রিয়ালের পয়েন্ট ৮৬। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচের চতুর্দশ মিনিটে প্রথম দারুণ একটি সুযোগ পায় রিয়াল, কিন্তু ডি বক্সের বাইরে থেকে গ্যারেথ বেলের দুর্দান্ত শটটি পোস্টে লাগলে হতাশ হতে হয় তাদের। চার মিনিট বাদে আবারও পোস্ট বাধা হয়ে দাঁড়ায় রিয়ালের সামনে। এবার ক্রিস্তিয়ানো রোনালদোর হেড ফিরে আসে। এর পরের মিনিটেই স্বাগতিকদের থমকে দিয়ে এগিয়ে যায় ভালেন্সিয়া। স্বদেশি মিডফিল্ডার হোসে গায়ার ক্রসে ডান পায়ের শটে বল জালে জড়ান স্প্যানিশ স্ট্রাইকার পাসো আলকাসার। ২৬ মিনিটে ভালেন্সিয়া ব্যবধান ২-০ করে ফেলায় পুরো বের্নাবেউ যেন স্তব্ধ হয়ে যায়।
জোড়া গোলে পিছিয়ে পড়ে আরো আক্রমণাত্মক খেলা শুরু করে রিয়াল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা কিছুতেই মিলছিলো না। রিয়ালের আক্রমণভাগের তিন জনের সবার পোস্টে বল লাগার হতাশার পাশে এবার যোগ হয় রোনালদোর পেনাল্টি থেকে গোল করতে না পারার ব্যর্থতা। প্রথমার্ধের যোগ করা সময়ে ভালেন্সিয়ার গায়া নিজেদের ডি বক্সের মধ্যে ওয়েলসের ফরোয়ার্ড বেলকে ফাউল করায় পেনাল্টিটা পেয়েছিল রিয়াল। কিন্তু দলের অত্যন্ত প্রয়োজনীয় মুহূর্তে গোলরক্ষকের বাধাই এড়াতে পারলেন না এখন পর্যন্ত এবারের লিগের সর্বোচ্চ এই গোলদাতা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে খেলতে থাকে রোনালদো-বেলরা। এ পর্বে প্রথম ১০ মিনিটে তিনটি ভালো সুযোগ পেলেও ব্যর্থতার পিছু ছাড়তে পারেনি তারা। অবশেষে ৫৬তম মিনিটে হামেস রদ্রিগেসের কর্নারে হেড করে বল জালে পাঠিয়ে ম্যাচে ফেরার আশা জাগান পর্তুগিজ ডিফেন্ডার পেপে। এর দুই মিনিট পরেই ডি বক্সের অনেকটা বাইরে থেকে বিদ্যুত্ গতির শটে বল জালে জড়িয়ে দলকে স্বস্তির সমতায় ফেরান মিডফিল্ডার ইসকো।