গাংনীতে বজ্রপাতে দুজনের মৃত্যু

 

গাংনী প্রতিনিধি: বজ্রপাতে মেহেরপুর গাংনীতে দুজনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন- চরগোয়াল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ভ্যানচালক আতিয়ার রহমান (৬০) ও কাজিপুর গ্রামের কাতার প্রবাসী লিটন হোসেনের স্ত্রী বিলকিস আরা (২৫)। গতকাল রোববার সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কালবোশেখি ঝড়ের সাথে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় কয়েকবার বিজলিসহ বজ্রপাত হয়। আতিয়ার রহমান ও বিলকিস আরা তাদের বসতঘরের বারান্দায় বসে থাকার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।