ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ সোহেল সভাপতি ও ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আহসানুল হক হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, গতকাল রোববার ক্যাম্পাসস্থ মমতাজ ভবনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মকর্তা সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৩৪৪ জন ভোটারের মধ্যে ৩০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মো. নওয়াব আলী এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে অন্যান্যদের মধ্যে জয়ী প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে আলমগীর হোসেন ও ওয়াহিদুজ্জামান, যুগ্মসম্পাদক পদে হারুন-উর রশিদ, কোষাধ্যক্ষ পদে তারেক মাহমুদ হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে আসাদুজ্জামান, সাংস্কৃতিক, সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে ওয়াজেদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক পদে শামীমা আক্তার, নির্বাহী সদস্য পদে যথাক্রমে- সোরওয়ার্দী হোসেন, পারভেজ হাসান, আব্দুল মোত্তালেব, গোলাম মাহফুজ মনজু, মোহাম্মদ আলী জিন্নাহ ও বাবুল হোসেন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী রেজিস্ট্রার (উপউপাচার্য অফিস) আব্দুল হান্নান, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) গোলাম মওলা, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মীর সিরাজুল ইসলাম ও সহকারী রেজিস্ট্রার (গ্রন্থাগার অফিস) আবু জাফর।