আলমডাঙ্গার শ্যামপুরে একজনকে পিটিয়ে জখমের অভিযোগ

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা শ্যামপুরে পিতা ও বড় ভাইকে মারতে না পেরে ৯ বছরের শিশু হৃদয়কে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে একই গ্রামের হানেফের বিরুদ্ধে। গতকাল বিকেলে হৃদয়কে রাস্তায় একা পেয়ে পূর্বশত্রুতার জের ধরে বাটাম দিয়ে মেরে জখম করে। পরে তাকে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

জানা গেছে, উপজেলা শ্যামপুর গ্রামের হৃদয়ের (৯) পিতা জিনারুলের সাথে একই গ্রামের চান্দ আলী ছেলে হানিফের পূর্ব বিরোধ চলছিলো। গত কয়েক দিন আগে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে রানা হানেফকে জিনারুলের পরিবারের লোকদের মারার হুকুম দেয় বলে অভিযোগ করেন হৃদয়ের পিতা জিনারুল। তারই জের ধরে গতপরশু বিকেলে হৃদয়কে রাস্তায় একা পেয়ে বাটাম দিয়ে মেয়ে জখম করেন। পরে হৃদয়কে জখম অবস্থায় উদ্ধার করে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে দুর্লভপুর পুলিশ ক্যাম্পের এএসআই সাজ্জাদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় থানায় মামলায় প্রস্ততি চলছে।