হাইকোর্টের নির্দেশনা : আমে কোনো ফরমালিন মেশানো যাবে না

দামুড়হুদায় আমচাষি ও আমব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

 

দামুড়হুদা প্রতিনিধি/অফিস: দামুড়হুদা উপজেলার আম উৎপাদনকারী ও আমব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলার পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম হোসেন, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক প্রমুখ।

আমব্যবসায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন- আমচাষি সমিতির সভাপতি ফারুক সিদ্দিকি, আমব্যবসায়ী আসলাম হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ফলে কোনো ধরনের কেমিকেল না মেশাতে হাইকোর্ট থেকে নির্দেশনা দেয়া হয়েছে। সুতরাং কোনো ধরনের ফরমালিন মেশাবেন না। ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। রাস্তায় চেকপোস্ট থাকবে। ধরা পড়লেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাই আপনারা আমে কোনো ধরনের কেমিকেল না মিশিয়ে বাজারজাত করুন। এতে সারাদেশের মানুষ জানবে চুয়াডাঙ্গার আম ফরমালিন মুক্ত। দেখবেন চুয়াডাঙ্গার আম একদিন দেশের আইকন হয়ে উঠবে। আর চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার ধারের কাছে পুলিশ ফাঁড়িতে খবর দেবেন। প্রয়োজনে আমার কাছেও তথ্য দেবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।