সাংবাদিক হত্যা অপচেষ্টার ঘটনায় প্রেসক্লাব কোটচাঁদপুরের নিন্দা

 

কোটচাঁদপুর প্রতিনিধি: দৈনিক মানবজমিনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনকে দুর্বৃত্তরা গাড়ি চাপা দিয়ে হত্যা অপচেষ্টার ঘটনায় প্রেসক্লাব কোটচাঁদপুর শনিবার এক জরুরি সভায় এ ঘটনার নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মৃদুল, সহসভাপতি শেখ ইসমাইল হোসেন, সাংবাদিক ফারুক আহমেদ মুকুল, চৌধুরী আফসারউদ্দীনসহ সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় সাংবাদিক আমিনুল ইসলাম লিটনকে হত্যা অপচেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।