মাথাভাঙ্গা মনিটর: নেপালের দুর্গত মানুষের জন্য ৭৯ লাখ ডলার দান করেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩ কোটি টাকার সমান। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’র মাধ্যমে এ অর্থ সহায়তা করছেন বলে জানা গেছে।
গত ২৫ এপ্রিলের প্রলয়ঙ্করী ভূমিকম্পে নেপালে এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর এসেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ ঘর-বাড়ি। সহায়-সম্বলহীন হয়ে নিদারুণ সঙ্কটে দিন কাটাচ্ছে অজস্র মানুষ।