স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের নবীননগরের ইব্রাহিমের স্ত্রী মহিমার (৩৫) বাম হাতটি ভেঙে গেছে। মাথায়ও দিতে হয়েছে বেশ কয়েকটি সেলাই। গতকাল বিকেলে তাকে রাক্তাক্ত জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কে মেরে হাত ভেঙেছে, মাথায় কেন রক্তাক্ত জখম? এসব প্রশ্নের স্পষ্ট জবাব মেলেনি। মহিমা মুখ খোলেননি। তার শয্যাপাশে বসে থাকা স্বামী বলেছে, এসব আমাদের নিজেদের ব্যাপার। নিজেদের হলেও কি কাউকে মেরে রক্তাক্ত জখম করা যায়? এ প্রশ্নের জবাব দেননি ইব্রাহিম।