মেহেরপুর অফিস: সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাদার গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরে দু দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথমার্ধে গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনে জেলা প্রশাসক মাহমুদ হোসেন। মেহেরপুর অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, নিরাপদ সড়ক চাই অন্দোলনের সহসভাপতি সৈয়দ এহসানুল হক কামাল, ডিবি পুলিশের ওসি আকতারুজ্জামান ও জেলা বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল। বক্তব্য রাখেন বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুরের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিক-উল-আলম, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবু হোসেন বাবু প্রমুখ। নিরাপদ সড়ক মানে নিরাপদ জীবন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে একই স্থানে বাস ও ট্রাক শ্রমিকদের উপস্থিতিতে দু দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।