মেহেরপুর অফিস: মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত তালেব বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড আব্দুল আলিমকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, ৫টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তার নামে ডাকাতি ও হত্যাকাণ্ডের চারটি মামলা রয়েছে। সে পিরোজপুর গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান- মেহেরপুর সদর, মুজিবনগর ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তালেব বাহিনীর সদস্যরা। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিলো। বিভিন্ন সময় পুলিশের কাছে দলের কয়েকজন সদস্য আটক হলেও বাহিনী প্রধান তালেব ও সেকেন্ড-ইন কমান্ড আলিম ধরাছোঁয়ার বাইরে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পিরোজপুর গ্রামের একটি বাড়ি থেকে আলিমকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে তার নিজ বাড়ি থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি তৈরি (৬ বোর) রিভলবার, ৫টি তাজা বোমা, বোমা তৈরির স্প্রিন্টার হিসেবে ব্যবহৃত জালের কাঠি ২৩৫টি ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। তার নিকট থেকে চাঁদাবাজি কাজে ব্যবহৃত চারটি সিমকার্ড পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তালেব বাহিনীর সদস্য ও তাদের সন্ত্রাসী-ডাকাতি কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। আলিমের নামে মেহেরপুর সদর ও গাংনী থানায় ডাকাতি, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের ৪টি মামলা এবং অসংখ্য অভিযোগ রয়েছে। গতকাল তার নামে মামলা দায়ের করে দুপুরে মেহেরপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে সোপর্দ করা হয়েছে। তার সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।