মুন্সিগঞ্জের সৃজনী বিদ্যাপীঠে উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন

 

সবাই মিলে রোধ করতে হবে বাল্যবিয়ে

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠ পরিদর্শন করেছেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন। গতকাল শনিবার দুপুরে তিনি এ বিদ্যাপীঠ পরিদর্শনে আসেন। ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তিনি পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের সাথে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় তিনি বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তর তুলে ধরেন এবং লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, বাল্যবিয়ে আমাদের অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে। তাই সবাই মিলে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে। পরে চেয়ারম্যান হেলাল উদ্দীন বিদ্যালয়ের পরিদর্শন খাতায় মন্তব্য লেখেন এবং সার্বিক সহোযোগিতার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের আলমডাঙ্গা এলাকা পরিচালক স্কুলের অভিভাবক সদস্য মো. খলিলুর রহমান, মুন্সিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহার আলী, ইউপি সদস্য বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো. আব্দুল হান্নান, স্থানীয় আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য আসলাম উদ্দিন বিশুসহ সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা।