মুজিবনগরের দারিয়াপুরে বিদ্যুতায়ন উদ্বোধন

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার দারিয়পুরের পুরাতন কলেজ পাড়ার মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৬৪টি হতদরিদ্র পরিবারের সংযোগ প্রদানের মাধ্যমে বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি থেকে সুইচটিপে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারের ম্যানেজার আলী হোসেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাদারন সম্পাদক আব্দুর রশীদ। প্রায় ১১ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে ১ কিলোমিটার নতুন লাইন নির্মাণের মাধ্যমে এ সংযোগ প্রদান করা হয়েছে।