দামুড়হুদায় জাতীয় কবি নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিসভা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, কার্পাসডাঙ্গা কলেজের প্রিন্সিপাল হামিদুল ইসলাম ও বেগমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহম্মেদ আলী। উপস্থিত ছিলেন নজরুল স্মৃতি সংসদের সভাপতি আ. গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মনোয়ারী লাল বাগলী, সাধারণ সম্পাদক রিচার্ড রহমান, জেলা উদীচী নাট্যগোষ্ঠীর সভাপতি জহির রায়হান, দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক আসমত আলী বিশ্বাস, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আ. আলিম, দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শফিকুল আলম, দর্শনা ফ্রেন্ডস সঙ্গীতের পরিচালক শেখ শাহজাহান সাজু, নজরুল স্মৃতি সংসদের রবিউল হোসেন শুকলাল, শরীফ সাথী প্রমুখ। সভায় কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত ৯ দিনব্যাপি নজরুল মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।