দর্শনা অফিস: দর্শনায় আইসি পুলিশ ৫শ গ্রাম গাঁজাসহ ঈশ্বরচন্দ্রপুরের রাজ্জাককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের ঘুঘুডাঙ্গা ব্রিজ নামক স্থানে অভিযান চালান। দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর মাঠপাড়ার গোলাম হোসেনের ছেলে আব্দুর রাজ্জাককে এ সময় পুলিশ গ্রেফতার করে। পুলিশ বলেছে, গ্রেফতারকৃত রাজ্জাকের দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫শ গ্রাম গাঁজা। গতকালই এসআই মিজানুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।