ঠাণ্ডু ড্রাইভারের বুকে চাকু : আড়ালে পূর্ব বিরোধ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা হকপাড়ার ঠাণ্ডু ড্রাইভারের বুকে চাকু মারা হয়েছে। গতকাল শনিবার সকালে পূর্ব বিরোধের জের ধরে একইপাড়ার কাশেম ড্রাইভার তাকে চাকু মেরে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ। রক্তাক্ত ঠাণ্ডুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

‌ঠাণ্ডুর ভগ্নিপতি শাখাওয়াত নতুন বাড়ি নির্মাণ করছে দেখে চাঁদা চেয়ে না পেয়ে ঠাণ্ডুকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রথমে অভিযোগ উত্থাপন করা হলেও পরে প্রতিবেশীসহ অনেকেই বলেছেন, ঘটনার আড়ালে রয়েছে নারী ঘটিত ঘটনা। সিঅ্যান্ডবিপাড়ার শাখাওয়াত অধিকাংশ সময়ই শ্বশুরবাড়ি হকপাড়ায় থাকেন। প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর সাথে বিশেষ সম্পর্কের অভিযোগ তুলে কাশেম মাঝে মাঝেই টাকা দাবি করে বলে অভিযোগ। এ নিয়ে দীর্ঘদিন দরেই বিরোধ চলে আসছিলো। এরই এক পর্যায়ে গতকাল ঠাণ্ডুর বুকে চাকু মেরে রক্তাক্ত জখম করা হয়। ঠাণ্ডু বলেছে, ‘টাকা দাবির প্রতিবাদ করার কারণেই আমার বুকে চাকু ঢুকিয়েছে।’

ঠাণ্ডুসহ স্থানীয়রা এসব তথ্য দিলেও অভিযুক্ত কাশেম ড্রাইভারের মন্তব্য পাওয়া যায়নি। একাধীকবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।