টিপ্পনী

খবর: (দর্শনা পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত)

 

ভোটের বাতাস উঠলো ওই

চামচা অনেক জুটলো ওই

গোমড়ামুখি নেতার মুখে

হঠাত হাসি ফুটলো ওই!

 

কর্মী মাঠে নামলো ওই

প্রার্থী বাবু ঘামলো ওই

ব্যস্ত সময় রাতে-দিনে

আয়েশ-আরাম থামলো ওই‍!‍

 

মিটিং মিছিল চললো ওই

আমজনতা গললো ওই

বুঝে-শুনে ভোট না দিয়ে

সব মানুষই জ্বললো ওই!

 

-আহাদ আলী মোল্লা