জীবননগর প্রেসক্লাবে হাজি হেসাবুদ্দীন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

 

জীবননগর ব্যুরো: জীবননগর প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট সমাজসেবক প্রয়াত হাজি হেসাবুদ্দীন স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জীবননগর প্রেসক্লাবে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুজিবুর রহমান, প্রভাষক জসিম উদ্দিন জালাল, আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক ও হাসাদহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মমদ আক্তারুজ্জামান।

জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবুর সঞ্চালনায় স্মরণসভায় মরহুমের জীবন, আদর্শ ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক মুন্সি আব্দুর রশীদ, সাংবাদিক আফজালুর রহমান ধীরু, শেখ শামসুল আলম, জাহিদুল ইসলাম, এমএস আলম, সালাউদ্দীন কাজল, আতিয়ার রহমান, আবুল কালাম আজাদ, মুন্সি রায়হান উদ্দীন, কাজী সামসুর রহমান চঞ্চল, আকিমুল ইসলাম, আবু সায়েম, মাজেদুর রহমান লিটন ও মরহুমের দু ছেলে জাহিদুল ইসলাম ও শাহ আলম, শরিফুল ইসলাম, ছোট বাবু প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলিম মাদরাসার অধ্যক্ষ বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল খালেক।