জীবননগর উথলীর ফেনসিডিল ব্যবসায়ী সুজন আটক

জীবননগর ব্যুরো: ফেনসিডিল ব্যবসায়ী সুজন (১৯) ওরফে বকুলকে জীবননগর থানা পুলিশ আটক করেছে। গতকাল শনিবার ফেনসিডিলসহ জীবননগর থানা পুলিশের একটি টিম তাকে উথলী মাধ্যমিক বিদ্যালয় সড়ক থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করে।
থানা সূত্রে জানা যায়, উথলী আমতলাপাড়ার মনসুর আলী ওরফে মারুফ হোসেনের ছেলে সুজন ওরফে বকুল এলাকার চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে গোপনে ফেনসিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এএসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সন্ধ্যায় উথলী এলাকায় অভিযান চালান। সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে তাকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।