চুয়াডাঙ্গার মনিরামপুর-রাজাপুর কবরস্থানের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার এ কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। কমিটিতে আহ্বায়ক করে আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, মনিরামপুরের আব্দুল মজিদ মোল্লা, আলুকদিয়ার আখের আলী, রাজাপুরের মজিবার রহমান ও ইয়াকুব আলীকে ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সভাপতি মনিরামপুরের নাসির উদ্দিন লাবলু, সিনিয়র সহসভাপতি একই গ্রামের ইব্রাহিম বিশ্বাস, সহসভাপতি রাজাপুরের আব্দুর রহমান, ফজলুর রহমান, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মনিরামপুরের কবির হোসেন, সিনিয়র সাধারণ সম্পাদক একই গ্রামের আছের উদ্দিন, সহসাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সহসভাপতি রাজাপুরের মাহাফুজুর রহমান মল্লিক, সহসম্পাদক আলী হোসেন, অর্থ সম্পাদক কামাল হোসেন। অনুষ্ঠানে চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুলের সভাপতিত্বে অতিথি বিশেষ ছিলেন আলুকদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন। মেয়র টোটন কবরস্থানের উন্নয়নের জন্য ১ লাখ ১ টাকা দান করেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন কবির হোসেন। -প্রেসবিজ্ঞপ্তি।