স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল এ মাসের শেষদিকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শনিবার মাদরাসা শিক্ষা ধারায় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি উন্নয়ন এবং জাতীয় প্রত্যাশা পূরণ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান তিনি।
বক্তব্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ করার ক্ষেত্রে বিলম্বের বিষয়টি তুলে ধরেন মন্ত্রী। ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর পর তা শেষ হয় ৩ এপ্রিল। মন্ত্রী বলেন, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ কর করা হয়। সে হিসাবে ৩ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ফলাফল উপলক্ষে সংবাদ সম্মেলনের আগে রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে তা হস্তান্তর করেন। এবারও প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন সেদিনেই ফলাফল প্রকাশের ইচ্ছের কথা জানান শিক্ষামন্ত্রী।
৩ জুনের আগে এ মাসের শেষে যেকোনো দিন ফল প্রকাশ করা হতে পারে। ৩০ মে বা ৩১ মে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সময় পেলেই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। গত ছয় বছর ধরেই পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে আসছে সরকার। মহাখালীস্থ গাউছুল আজম ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন কমপ্লেক্সে মাদরাসা শিক্ষক কর্মচারীদের একটি সংগঠনের আয়োজনে সেমিনারে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। এ সময় মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন ও বাস্তবসম্মত করতে সরকারের উদ্যোগ তুলে ধরেন তিনি।
সংগঠনের সভাপতি এএমএম বাহাউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের পক্ষ থেকে ১৪ দফা দাবিও তুলে ধরা হয়।